অদ্য ১৪.০৪.২০২৪ খ্রিঃ তারিখ কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১” যথাযোগ্য মর্যাদা ও উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়েছে। জনাব মোঃ নেছার উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, কাঠালিয়া, ঝালকাঠি এর সভাপতিত্বে সকাল ০৮.০০ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ১লা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব এবং কল্যাণ ও নতুন জীবনের প্রতীক । অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী উৎসবে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় সুধীবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস