মোঘল আমলের মসজিদ, আওরাবুনিয়া: কাঠালিয়া উপজেলাধীণ আওরাবুনিয়া, মোগল স্থাপত্যের চমৎকার নিদর্শন মোঘল আমালের মসজিদ। স্থানীয় লোকজনের কাছে জানা যায় মোঘল আমলে ১৬০৬ খ্রিষ্টাব্দে উক্ত মসজিদখানা নির্মান করা হয়। ইহার দৈর্ঘ্য ১৭ ফুট, প্রস্থ্ ১৭ ফুট এবং উচ্চতা ৩০ ফুট। চুন, শুরকি, ছোট টালি দ্বারা সুন্দর কারুকার্য খচিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি মোঘল আমলের অপরুপ সৃষ্টি। উক্ত মসজিদখানা জনাব হাজী হাতেম আলী জমাদ্দার এর নেতৃত্বে স্থানীয় জনসাধারন সংস্কার পূর্বক জামে মসজিদ হিসেবে ব্যবহার করছেনে। এ মসজিদটি দেখার জন্য প্রতি বছর বিভিন্ন দেশ-দেশান্তর থেকে দর্শনার্থীরা এখানে আসেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS