Wellcome to National Portal

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মোগল আমলের মসজিদ
Location
আওরাবুনিয়া
Transportation
কাঠালিয়া থেকে মটর সাইকেল/টেম্পু/লঞ্চ যোগে আওরাবুনিয়া হাট হয়ে জাঙ্গালিয়ার পথে মোগল আমলের মসজিদে আসা যায়।
Details

মোঘল আমলের মসজিদ, আওরাবুনিয়া: কাঠালিয়া উপজেলাধীণ আওরাবুনিয়া, মোগল স্থাপত্যের চমৎকার নিদর্শন মোঘল আমালের মসজিদ। স্থানীয় লোকজনের কাছে জানা যায় মোঘল আমলে ১৬০৬ খ্রিষ্টাব্দে উক্ত মসজিদখানা নির্মান করা হয়। ইহার দৈর্ঘ্য ১৭ ফুট, প্রস্থ্ ১৭ ফুট এবং উচ্চতা ৩০ ফুট। চুন, শুরকি, ছোট টালি দ্বারা সুন্দর কারুকার্য খচিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি মোঘল আমলের অপরুপ সৃষ্টি। উক্ত মসজিদখানা জনাব হাজী হাতেম আলী জমাদ্দার এর নেতৃত্বে স্থানীয় জনসাধারন সংস্কার পূর্বক জামে মসজিদ হিসেবে ব্যবহার করছেনে। এ মসজিদটি দেখার জন্য প্রতি বছর বিভিন্ন দেশ-দেশান্তর থেকে দর্শনার্থীরা এখানে আসেন।