Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

         ঝালকাঠি জেলার সর্বদক্ষিণে বিষখালী নদীর কোলঘেঁষে অবস্থিত কাঠালিয়া একটি ঐতিহ্যবাহী উপজেলা। বিষখালী নদীর পলিতে বেড়ে উঠা সবুজ বৃক্ষরাজি এ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্যকে নৈসর্গিক করে তুলেছে। কৃষির পাশাপাশি বিষখালী নদী ও পার্শ্বর্বর্তী বঙ্গোপসাগরের মৎস্য আহরণ কাঠালিয়াবাসীর আয়ের প্রধান উৎস। শান্তিপূর্ণ কাঠালিয়ায় হিন্দু-মুসলিম সম্প্রীতির ইতিহাস সর্বজনবিদিত। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বিষখালীর সুস্বাদু ইলিশ, তপসে আর কাঠালি চিংড়ির সাথে বিষখালী নদীর বুক চিরে জেগে উঠা অপার প্রাকৃতিক সৌন্দর্যের ভাসমান দ্বীপ “ছৈলার চর”, ডিসি লেক ও পাখির চরের নান্দনিক সৌন্দর্যের এ চিরহরিৎ নয়নাভিরাম জনপদে আপনাকে স্বাগতম।


        সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাসহ জনগণের ক্ষমতায়নে এ তথ্য বাতায়ন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করি। এ ক্ষেত্রে যেকোন মতামত আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে।


জহিরুল ইসলাম

উপজেলা নির্বাহী কর্মকর্তা

কাঠালিয়া, ঝালকাঠি