Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

ভাসমান পর্যটন কেন্দ্র ‘ছৈলার চর’

ডিসি ইকো পার্ক

কাঠালিয়া, ঝালকাঠি।



ঝালকাঠি জেলাধীন কাঠালিয়া উপজেলায় বিষখালী নদীবক্ষে হেতালবুনিয়া মৌজার ৩১টি দাগে ৭০ একর আয়তনের একটি চর অবস্থিত যা স্থানীয়ভাবে “ছৈলার চর” নামে সমাদৃত। ছৈলা নামক এক প্রকার কাষ্ঠল বৃক্ষের ঘন সবুজ জঙ্গলের আধিক্যই চরটির নামকরণের উৎস। বর্ষাকালে এবং ভরা জোয়ারে চরটির প্রান্তিক কিছু অংশ প্লাবিত হলেও অন্যান্য সময়ে চরটি সার্বক্ষণিক জেগে থাকে। চরটি ইতোমধ্যে স্থানীয় এবং আশেপাশের এলাকার সৌন্দর্য পিপাসু  জনগণের মনোযোগ আকর্ষণ করেছে।


চরটিকে ভ্রমণ পিপাসুদের জন্য আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার ফলশ্রুতিতে ঝালকাঠি তথা এ অঞ্চলের সকল জনগণের মনোযোগ আকর্ষণ করেছে। ছৈলার চরটিকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার মাধ্যমে সাধারণ জনগণের জীবন যাত্রার মানোন্নয়ন, স্থানীয় যুবকদের বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টিই এর মূল লক্ষ্য।


উপজেলা পরিষদের অর্থায়নে সড়ক পথে ছৈলার চর যাওয়ার জন্য ব্রিজ নির্মাণ করায় বর্তমানে সড়ক ও জলপথে ছৈলার চর যাওয়া যায় এবং নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করা যায়। উপজেলা প্রশাসনের অক্লান্ত প্রচেষ্টার ফলে আধুনিক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠা  চরটিতে পর্যটকদের সড়ক পথে যাতায়াতের সুবিধার্থে ইতোমধ্যে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করেছে। বর্তমানে নৌ পথের পাশাপাশি সড়ক পথে পর্যটকগণ স্বল্প সময়ে অনায়াশেই চরটিতে ভ্রমণ করতে পারেন। চরটি নিয়ে ভ্রমণপিপাসু ও পর্যটকদের ব্যাপক আগ্রহ থাকলেও পর্যটনোপযোগী তেমন কোন অবকাঠামোগত সুযোগ-সুবিধা ছিলনা বললেই চলে। বর্তমানে পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূখী প্রকল্প গ্রহণের ফলে বর্তমানে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।


এখানে নির্মাণ করা হয়েছে নয়নাভিরাম ডিসি লেক। যেখানে পর্যটকগণ নৌ ভ্রমণের নানাবিধ সুযোগ পাচ্ছে। ছৈলার চরকে আধুনিক পর্যটন হিসেবে গড়ে তোলার ফলে এ বছর শীত মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটক ও সৌন্দর্য পিপাসু লোকজনের চরটির নয়নাভিরাম দৃশ্য অবলোকন ও পিকনিকের জন্য সমাগম ঘটেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সাময়িক অবস্থানের জন্য ছোট টিনসেড ঘর, পাকা টয়লেট ব্যবস্থা ও বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল,  ইটের রাস্তা এবং একটি ঘাটলা নির্মাণসহ সৌন্দর্য বর্ধনের জন্য নানা প্রকার উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপন করে চরটিকে অপরূপ সৌন্দর্যে সজ্জিত করা হয়েছে। এখানে বিদ্যুৎ ব্যবস্থাসহ সোলার সিস্টেমের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে। শিশুদের খেলাধুলার জন্য দোলনাসহ নানাবিধ খেলার সামগ্রী স্থাপন করা হয়েছে।

   

ভ্রমণ পিপাসু পর্যটকদের সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও সহযোগিতার জন্য স্থানীয় যুবকদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।  পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার ফলে এখানকার অসংখ্য বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ নদী পারাপারের মাধ্যমে বেকার যুবকের জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়েছে। বর্তমানে ছৈলার চরটি একটি ভাসমান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার কারণে এ এলাকার ভূমির মূল্য বহুগুনে বৃদ্ধি পেয়েছে। স্বেচ্ছাসেবক টিমের সদস্যদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রামে সম্পৃক্ত রেখে এবং Self  Motivation বিষয়ে ট্রেনিং দিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখানে আসা পর্যটকদের নিকট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিক্রী করে কতিপয় বেকার যুবকের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবন যাত্রার মানোন্নয়নে প্রয়াস পেয়েছে।