ঝালকাঠি জেলার সর্বদক্ষিণে বিষখালী নদীর কোলঘেঁষে অবস্থিত কাঠালিয়া একটি ঐতিহ্যবাহী উপজেলা। বিষখালী নদীর পলিতে বেড়ে উঠা সবুজ বৃক্ষরাজি এ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্যকে নৈসর্গিক করে তুলেছে। কৃষির পাশাপাশি বিষখালী নদী ও পার্শ্বর্বর্তী বঙ্গোপসাগরের মৎস্য আহরণ কাঠালিয়াবাসীর আয়ের প্রধান উৎস। শান্তিপূর্ণ কাঠালিয়ায় হিন্দু-মুসলিম সম্প্রীতির ইতিহাস সর্বজনবিদিত। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বিষখালীর সুস্বাদু ইলিশ, তপসে আর কাঠালি চিংড়ির সাথে বিষখালী নদীর বুক চিরে জেগে উঠা অপার প্রাকৃতিক সৌন্দর্যের ভাসমান দ্বীপ “ছৈলার চর” সমৃদ্ধ এ জনপদে আপনাকে সুস্বাগতম।
সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাসহ জনগণের ক্ষমতায়নে এ তথ্য বাতায়ন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করি। এ ক্ষেত্রে যেকোন মতামত আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে।
মোঃ নেছার উদ্দিন
উপজেলা নির্বাহী কর্মকর্তা
কাঠালিয়া, ঝালকাঠি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস