Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার ঐতিহ্য

 

প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য মন্ডিত ইতিহাস প্রসিদ্ধ বঙ্গোপসাগরের অববাহিকায় শান্ত-সৌম্য নদী বিষখালীর তীরে গড়ে ওঠা কাঠালিয়া উপজেলাটি একটি বহুল পরিচিত ও সমৃদ্ধ উপজেলা যা ইতিহাস ও ঐতিহ্যে একটি অতুলনীয় জনপদ। এ নদী তীরে গড়ে ওঠা কাঠালিয়ার সৌন্দর্য অবলোকন করার জন্য ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে আসে এক অজানা আকর্ষনে। শুধু ভ্রমণ পিপাসুদেরকেই নয়,-বিষখালীর সুস্বাদু ইলিশ ভোজন রসিকদেরও সমভাবে আকর্ষন করে। এ অম্লান ঐতিহ্যই কাঠালিয়া কে ঐতিহাসিক করে রেখেছে।

 

ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, কাঠালিয়ার চেচরীরামপুর ইউনিয়নে টেন্ডুর খা নামে একজন বিখ্যাত জমিদার ছিলেন। তিনি বিহারের সা সা রামের শেরশাহের বংশধর ছিলেন। তিনি বিহার থেকে এসে কাঠালিয়ার চেঁচরীরামপুরে বসতি স্থাপন করেন। মোঘল আমলের বিভিন্ন নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে এই উপজেলায়। আওরাবুনিয়ার জমাদ্দার বাড়ির ঐতিহাসিক মসজিদটি মোঘল আমলের প্রতীক হিসেবে আজো মাথা উচু করে দাড়িয়ে আছে।